
ক্ষুধার্ত বাঘ দেখিনি আমি
দেখেছি যৌনখেকো
যে জাতিকে খুবলে খাচ্ছো
তাকেই তুমি মা ডাকো!!
ছোট্ট ফুলটি বুঝেনা এখনো
যৌনতার কি অর্থ
এর আগেই তার নিষ্পাপ শরীর
ধর্ষকের থাবায় রক্তাক্ত
আমার আছিয়া কাতরায় শুয়ে
হাসপাতালের বেডে
যৌনখেকো ঠায় দাঁড়িয়ে
আদৌ কি তার ফাঁসি হবে?
তিন বছরের ফুলের দেহে
পঞ্চান্নের যৌন খায়েশ
শহিদ মিনারের ফুলের বিনিময়
আমার বোনের ইজ্জত শেষ
মানুষ নাকি খোদার সৃষ্টি
আশরাফুল মাখলুকাত
এক নারীতে চারটি পুরুষ
নিচ্ছে কেমন যৌনতার স্বাদ?
ঘরে শত্রু বাহিরে শত্রু
পিতার দৃষ্টিও মেয়ের উপর
রাষ্ট্র আমার এক বোবাযন্ত্র তবে
হারকিউলিস জন্মাক প্রতি বছর
নাম না জানা আরো কতো মায়ের
ইজ্জত গেছে হায়!!
আল্লাহর আরশে অভিশাপ দিচ্ছি
বাংলার মাটিতে যেন আর নারী না জন্মায়।
নাম: মো: মাহিন হোসেন (নীরব)
গ্রাম: সাইলচোঁ,আমড়াতলী, বরুড়া, কুমিল্লা
মোবাইল: 01814800920