ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

যে শিশুর জন্য কাঁদলেন সৌদিতে এবার হজ করতে যাওয়া হাজিরা…

Haji's who cried for the child who went to Saudi Arabia for Hajj
ছবি: সংগৃহীত

শিশুরা দেখতে যেমন সুন্দর তেমনি একটু ব্যতিক্রম। এবার সে মক্কায় এসেছিল মা-বার সঙ্গে হজ করতে। কিন্তু ভাগ্য তার সহায় হল না। শিশুটির নাম ইয়াহিয়া মোহাম্মদ রমদান।

জানা যায়, সৌদি আরবের মক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ইয়াহিয়া মোহাম্মদ রমদান নামের এক শিশুর। যার এবার বাবা মায়ের সঙ্গে পবিত্র হজ পালন করার কথা ছিল।

মধ্যপ্রাচ্যভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম গালফ নিউজ গতকাল বুধবার (১২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সৌদিতে এবার যেসব হজযাত্রীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে ইয়াহিয়া মোহাম্মদ রমদান সবচেয়ে কম বয়সী। ইয়াহিয়া মিসরের নাগরিক। তাদের বাড়ি দেশটির কাফর আল শেখ প্রদেশে। তবে কাজের সুবাদে তার বাবা সৌদিতে থাকতেন।