বুধবার ২৮ জানুয়ারি, ২০২৬

“যে দেশে চাকরি পাওয়া নিয়ে এত অনিশ্চয়তা, সেখানে টিকটক করে ডলার কামানো স্বাভাবিক”—অর্ষা

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Nazia Haque Orsha
নাজিয়া হক অর্ষা/ছবি : ফেসবুক থেকে

দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় তরুণদের টিকটকসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে পড়া স্বাভাবিক বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা।

সম্প্রতি একটি শুটিং সেটে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে তরুণদের এই প্রবণতাকে অস্বাভাবিক বলার কোনো সুযোগ নেই।

অর্ষা বলেন, ‘যে দেশে মাস্টার্স পরীক্ষা শেষ করেও চাকরি পাওয়া নিয়ে এত অনিশ্চয়তা, সেখানে বাচ্চারা টিকটক করে ডলার কামাবে—এটাই স্বাভাবিক। আমি যদি শুধু অন্যকে নকল করেও ডলার আয় করতে পারি, তাহলে কেন করব না?’

টিকটককে তিনি নেতিবাচক চোখে দেখেন না উল্লেখ করে অভিনেত্রী বলেন, বরং যাদের এই প্ল্যাটফর্ম থেকে আয় হচ্ছে, তাদের তিনি স্মার্ট ও উদ্যোগী হিসেবেই দেখেন।

অর্ষা জানান, তার চারপাশে থাকা ছোটদের বেশির ভাগ সময় মোবাইল ফোন, ভিডিও গেমস ও টিকটকে ব্যস্ত থাকতে দেখা যায়। পড়াশোনা, বই পড়া কিংবা নতুন সিনেমা-নাটকের প্রতি তাদের আগ্রহ তুলনামূলকভাবে কম। তবে টিকটকসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে নকল করেও আয় করার সুযোগ থাকায় তরুণদের আকর্ষণ সেখানে বেশি।

তিনি আরও বলেন, ‘প্রায়ই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর পড়ি—একজন মাস্টার্স বা ডিগ্রি পাস করা ছেলেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে চা বিক্রি করতে হচ্ছে, ফুসকা বিক্রি করতে হচ্ছে। এসব দেখলে খারাপ লাগে। চা বা ফুসকা বিক্রি করা খারাপ কিছু নয়, কিন্তু মাস্টার্স পর্যন্ত পড়তে পড়তেই একজন তরুণের ২৫ বছর চলে যায়। এরপর কয়েক বছর ঘোরাঘুরি করে চাকরি না পেলে পরিবার ও নিজের দীর্ঘ বিনিয়োগের ফলাফল কী দাঁড়ায়?’

অর্ষার মতে, তুলনামূলকভাবে অল্প বয়স থেকেই টিকটক করে আয় করা তরুণরা নিজেদের জীবনকে আর্থিকভাবে নিরাপদ করছে।

তিনি বলেন, ‘তারা দেশ-বিদেশে ঘুরছে, নিজের আয়েই জীবন গুছিয়ে নিচ্ছে। সেই তুলনায় শিক্ষিত একজন তরুণ যদি শেষ পর্যন্ত বেকার থেকে যায়, সেটা ভবিষ্যতে আমাদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে।’

আরও পড়ুন