মে ২৯, ২০২৫

বৃহস্পতিবার ২৯ মে, ২০২৫

যে কারণে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষিকা ওএসডি

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিয়ে ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য করার জেরে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহেরুন্নেছাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রোববার (২৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে ওএসডি হিসেবে ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজে সংযুক্ত থাকবেন।

ঘটনার সূত্রপাত গত ৬ এপ্রিল, যখন অধ্যাপক মেহেরুন্নেছা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে গাজায় ইসরায়েলি বর্বরতা প্রসঙ্গে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, “গাজা নিয়ে ইসরায়েলকে দায়ী করার বিষয়টা কিন্তু ঘটনার পরের ঘটনা। মূল ঘটনা হলো, গাজার এই পরিণতির জন্য হামাসের কট্টর-প্রতিক্রিয়াশীল-একরোখা রাজনীতিই দায়ী।”

অধ্যাপকের এই পোস্টের স্ক্রিনশট মুহূর্তেই শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা দ্রুতই তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ক্রিনশটটি শেয়ার করে তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন। এক পর্যায়ে তারা বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি অধ্যাপককে তার বিভাগ থেকে বয়কট করারও ঘোষণা দেন।

শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে অধ্যাপক মেহেরুন্নেছা দ্রুতই তার বিতর্কিত পোস্টটি মুছে ফেলেন এবং ফেসবুক প্রোফাইল লক করে দেন। পরদিন, ৭ এপ্রিল, তিনি আরেকটি পোস্টের মাধ্যমে তার মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা করেন।

আরও পড়ুন