
যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলে ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর আজ থেকে… no mercy।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাসনিম জারাও পাশে ছিলেন। এ বিষয়ে ফেসবুক পেজে পোস্ট দেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।
তিনি বলেন, এই হামলা শুধু আখতার হোসেনকে নয়, তার রাজনৈতিক পরিচয়ের বিরুদ্ধে করা হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করছেন একটি দলের, যারা বলে তারা ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে কাজ করছে।
জারা মন্তব্য করেন, এই আক্রমণ পরাজিত শক্তির ভয় ও হতাশার প্রকাশ। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই হামলা আখতার হোসেনকে এক বিন্দু দুর্বল করবে না; তার দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে।
এদিকে আন্দোলন ও হামলার ঘটনায় এনসিপি জরুরি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, আখতার হোসেন ও তাসনিম জারার সঙ্গে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা। তারা বলেছেন, এই হামলার মূল উদ্দেশ্য ছিল এনসিপি নেতাদেরকে লক্ষ্যবস্তু করা।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জুলাই বিপ্লবের সময় যারা জীবন বাজি রেখেছিলেন তাদের প্রতি প্রতিশোধপ্রবণ এই আচরণ থামেনি। আখতার হোসেন ঢাকা থেকে গ্রেফতার ও নির্যাতন সহ্য করেছিলেন সেই বিপ্লবের জন্য। আজও তাদের সেই সংগ্রামের মূল্য দিতে হচ্ছে, বলেছে দলটি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC