শুক্রবার ২৯ আগস্ট, ২০২৫

যেকোন বিপদে-সংগ্রামে জামায়াতের নেতাকর্মীদের পাশে পাবেন: ড. মোবারক হোসাইন

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

RisingCumilla - You will find Jamaat leaders and activists by your side in any trouble or struggle-Dr. Mubarak Hossain
যেকোন বিপদে-সংগ্রামে জামায়াতের নেতাকর্মীদের পাশে পাবেন: ড. মোবারক হোসাইন/ছবি: প্রতিনিধি

হাজারো শহীদদের রক্তস্নাত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে নিয়োজিত থাকে। টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটি জামায়াতের নেতাকর্মী জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছে। যেকোন বিপদে-সংগ্রামে সবসময় জামায়াতের নেতাকর্মীদের পাশে পাবেন ইনশাল্লাহ্।

শুক্রবার (২৯ আগস্ট) বিকালে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জগতপুর শাখা কর্তৃক আয়োজিত জগতপুর গ্রামের উদ্দ্যেগে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্যকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, সকলের হৃদয় জয় করে আমরা এগিয়ে যাবো। আমাদেরকে ষড়যন্ত্র করে কেউ থামিয়ে দিতে পারবে না। আমরা সকলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এক হয়ে কাজ করবো।

এতে বিশিষ্ট সমাজসেবক আব্দুর রব মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. আব্দুল আউয়াল, সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম, বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান, সহকারি সেক্রেটারি মো. ফারুক চৌধুরী, বুড়িচং পৌরসভা আমীর মো. তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা মো. জাকারিয়া খান। সভায় আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান অতিথিবৃন্দরা।

এসময় জামায়াতে ইসলামীর সকল পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন