বৃহস্পতিবার ৮ জানুয়ারি, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ৫৪.৮ শতাংশ পরিবার নেয় সরকারি সহায়তা

রাইজিং কুমিল্লা ডেস্ক

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ৫৪.৮ শতাংশ পরিবার নেয় সরকারি সহায়তা/ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী পরিবারগুলো কী হারে সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার সুবিধা গ্রহণ করছে—সে সংক্রান্ত একটি দেশভিত্তিক তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালিকায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর অর্ধেকেরও বেশি, অর্থাৎ প্রায় ৫৪ দশমিক ৮ শতাংশ পরিবার কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা গ্রহণ করে থাকে।

রোববার (৪ জানুয়ারি) প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বিশ্বের ১২০টি দেশ ও অঞ্চলের অভিবাসীদের নিয়ে প্রস্তুত করা এই তালিকা প্রকাশ করেন। তালিকাটির শিরোনাম— ‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান

প্রকাশিত তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশি অভিবাসীদের ওয়েলফেয়ার সুবিধা গ্রহণের হার তুলনামূলকভাবে বেশ উঁচুতে রয়েছে। বাংলাদেশিদের চেয়ে বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করে—

  • ভুটান: ৮১.৪ শতাংশ

  • আফগানিস্তান: ৬৮.১ শতাংশ

অন্যদিকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে—

  • পাকিস্তান: ৪০.২ শতাংশ

  • নেপাল: ৩৪.৮ শতাংশ

অভিবাসী পরিবার সরকারি সহায়তা পেয়ে থাকে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।

ভারতের নাম না থাকায় আলোচনা

এই তালিকায় ভারতের নাম না থাকা নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় অভিবাসীদের গড় আয় তুলনামূলকভাবে বেশি। ফলে তাদের মধ্যে সরকারি সহায়তা গ্রহণের হার তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে সর্বনিম্ন সহায়তা গ্রহণকারী দেশগুলোর হার—২৫.৫ শতাংশেরও নিচে হওয়ায় ভারতকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি বলে ধারণা করা হচ্ছে।

কোন কোন সহায়তা দেয় যুক্তরাষ্ট্র সরকার

যুক্তরাষ্ট্র সরকার সাধারণত নিম্ন আয়ের অভিবাসীদের বিভিন্ন খাতে আর্থিক সহায়তা দিয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

  • খাদ্য সহায়তা (ফুড স্ট্যাম্প)

  • স্বাস্থ্যসেবা (মেডিকেইড)

  • বাসাভাড়া ও আবাসন সহায়তা

শীর্ষ ও সর্বনিম্ন সহায়তা গ্রহণকারী দেশ

ট্রাম্প প্রকাশিত তালিকায় ওয়েলফেয়ার সুবিধা গ্রহণের হারে শীর্ষ তিনটি দেশের অবস্থান—

  1. ভুটান: ৮১.৪ শতাংশ

  2. ইয়েমেন: ৭৫.২ শতাংশ

  3. সোমালিয়া: ৭১.৯ শতাংশ

অন্যদিকে সবচেয়ে কম সহায়তা গ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে—

  • বারমুডা

  • সৌদি আরব

  • দক্ষিণ কোরিয়া

বিশ্লেষকদের ধারণা, এই তালিকা প্রকাশের পেছনে অভিবাসন নীতি আরও কঠোর করা এবং সরকারি ব্যয় কমানোর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। নির্বাচনি প্রচারণার সময় থেকেই ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন বন্ধ এবং অভিবাসীদের পেছনে সরকারের ব্যয় কমানোর বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে আসছিলেন।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই ভেনেজুয়েলায় সামরিক অভিযান এবং এখন অভিবাসীদের ওয়েলফেয়ার সংক্রান্ত এই তথ্য প্রকাশ—সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিরই প্রতিফলন বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন