সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘ইডালিয়া’

Cyclone Idalia is moving towards Florida, USA
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘ইডালিয়া’। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইডালিয়া। গ্রীষ্মমণ্ডলীয় ঝড়টি এই মুহূর্তে কিউবার পশ্চিম উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে। খবর এপির।

বুধবার (৩০ আগস্ট) ফ্লোরিডা’র উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ফ্লোরিডার উত্তর পশ্চিমে পৌঁছানোর আগে ঝড়টি মেক্সিকো উপসাগর অতিক্রম করবে, কিন্তু মেক্সিকোতে আঘাত হানবে না।

এনএইচসি আরও জানিয়েছে, ফ্লোরিডার পশ্চিম উপকূলে শক্তিশালী হারিকেনের মতো বয়ে যাবে ইডালিয়া। এর প্রভাবে প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। এছাড়া মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ইউকাটানের কিছু অংশে এবং কিউবার পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণের আশঙ্কা দেখা দিয়েছে।

ফ্লোরিডাভিত্তিক ওয়েদারটাইগারের প্রধান আবহাওয়াবিদ রায়ান ট্রুচেলুট বলেছেন, ইডালিয়া বড় হারিকেনের রূপ নিয়ে কমপক্ষে ১১১ মাইল প্রতি ঘণ্টা বেগে বাতাস বয়ে যেতে পারে।

ধারণা করা হচ্ছে, ফ্লোরিডার ৩৩টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ‘ইডালিয়া’র কারণে জলোচ্ছ্বাস ও বন্যা হবার আশঙ্কা করা হচ্ছে। আঘাত হানার আগে এটি ক্যাটাগরি থ্রি মাত্রার শক্তিশালী হারিকেনে রূপ নিতে পারে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় অঙ্গরাজ্যটিতে ন্যাশনাল গার্ডের এক হাজারের বেশি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।