বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫

যারা ভোট বানচাল করতে চায়, তারা আরেক দেশের এজেন্ট: কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

Those who want to sabotage the vote are agents of another country: BNP Vice Chairman in Comilla
যারা ভোট বানচাল করতে চায়, তারা আরেক দেশের এজেন্ট: কুমিল্লায় বিএনপি ভাইস চেয়ারম্যান

যারা ভোট বানচাল করতে চায়, তারা আরেক দেশের এজেন্ট বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

তিনি আরও বলেন, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না। তারা বাংলাদেশের উন্নয়নকে বিশ্বাস করে না। তারা ‌শহীদ প্রেসিডেন্ট জিয়া আর দেশনেত্রী বেগম খা‌লেদা জিয়ার অবদানকে স্বীকার করে না। দীর্ঘ ১৭ বছর যি‌নি নেতৃত্ব দিলেন, জনাব তারেক রহমানের নেতৃত্ব মা‌নে না। তারা আরেক‌টি দেশের এজেন্ট ছাড়া অন্যকিছু নয়।

গতকাল বুধবার (২৭ আগস্ট) চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি ভাইস চেয়ারম্যান আরও বলেন, ৫ আগ‌ষ্টের পর আওয়ামীলীগ‌কে মাফ করে দিলেন। পিআর পদ্ধ‌তি ছাড়া ভোট করতে‌ দিবেন না। আপনাদের ভোট করতে দেয়া না দেয়া সরকার, সেনাবা‌হিনী ,নির্বাচন ক‌মিশ‌নের দা‌য়িত্ব; আপনাদের নয়।

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিএনপি’র কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন সম্মেলনটি উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস‌্য স‌চিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু।

কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদা সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. শাহআলম রাজু।

আরও পড়ুন