শুক্রবার ২৯ আগস্ট, ২০২৫

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের গাড়িতে ডাকাতির চেষ্টা, প্রতিবাদে তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক

Md. Mozammel Haque Chowdhury
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী/ছবি: সংগৃহীত

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর গাড়িতে ডাকাতির উদ্দেশ্যে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।

গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) আনুমানিক ৮টা ১৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামগামী অবস্থায় মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় একদল সংঘবদ্ধ ডাকাত মহাসচিবের গাড়িতে হামলা চালায়।

এ ঘটনায় রাতেই এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায়, চট্টগ্রামগামী অবস্থায় মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার এলাকার ব্যস্ততম মহাসড়কে এই বর্বরোচিত হামলায় ডাকাতরা প্রথমে গাড়ি থামানোর চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে, যার ফলে গাড়ির জানালা ভেঙে যায়। এ সময় গাড়িতে মহাসচিবের পরিবারের সদস্যরাও ছিলেন।

সৌভাগ্যবশত, চালকের বুদ্ধিমত্তা এবং সাহসী পদক্ষেপে দ্রুত গাড়ি চালিয়ে যাত্রীদের প্রাণে রক্ষা করা সম্ভব হয়।

সংগঠনটি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা উদ্বেগ প্রকাশ করে বলেছে, দেশের ব্যস্ততম মহাসড়কে এ ধরনের ডাকাতির ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

পাশাপাশি তারা মহাসড়কে সাধারণ যাত্রী ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি আরও জোরদার করার আহ্বান জানায়।

আরও পড়ুন