
জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। গত ৫৪ বছরেও বাংলাদেশের মানুষের মুক্তি হয়নি। যতদিন ইনসাফ কায়েম না হবে, ততদিন আমাদের আন্দোলন-সংগ্রাম চলবে। এদেশের তরুণ প্রজন্ম ভোট থেকে বঞ্চিত হয়েছে, এবার সময় এসেছে ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে যারা রাজনীতি করে, তারা রাজনীতি নিয়ে ব্যাবসা করে। ক্ষমতায় বসলে আর সাধারণ মানুষের খোঁজ কেউ করে না। এমনকি দুর্নীতিতে চ্যাম্পিয়ান করার দৃষ্টান্তও রয়েছে। আমরা রাজনীতির নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। যে রাজনীতি হবে গরিবের জন্য, সমতার জন্য, মুক্তির জন্য, ইসলামের জন্য।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকাল ৪টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছোটধুশিয়া গ্রামে নির্বাচনী অফিস উদ্বোধন ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সকাল সকাল কেন্দ্র গিয়ে পাহারা দিতে হবে। কেউ যেনো ভোটকেন্দ্র দখল করতে না পারে। যারা কেন্দ্র দখল করতে আসবে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
এতে ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মাওলানা আইয়ুব আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ কাউছার এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চান্দলা ইউনিয়ন আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, ওয়ার্ড সেক্রেটারি মো. শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক ছোটন।
এসময় মোঃ আবু জাহের, মোঃ শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবশেষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে একাত্নতা ঘোষণা করা হয়।









