
অনন্ত জলিল, ঢাকাই সিনেমার এক পরিচিত নাম, সম্প্রতি এক গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে তিনি চলচ্চিত্র ছাড়ার ইঙ্গিত দিয়েছেন।
ছেলেরা ইসলামিক পড়াশোনা করে তাই চলচ্চিত্র ছেড়ে দেবেন অনন্ত জলিল- হ্যা এমনটাই জানালেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা অনন্ত জলিল। গণমাধ্যমে সাক্ষাৎকারে এমনটা জানিয়ে বললেন, হাতে যে কয়টা কাজ আছে শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেব, বাচ্চারা ইসলামিক লেখাপড়া করে তাঁর বাবা-মা সিনেমা করে এমনটা ভালো দেখায় না।
অনন্ত জলিল ছেলেদের পড়াতে চান, মদিনায়। এ অভিনেতা বলেন, ‘বর্ষার কথা হচ্ছে আমাদের হাতে যে দুই তিনটা মুভি আছে, সেগুলো শেষ করে তারপরে দেখা যাবে।
এই যে একটা ইসলামিক শিক্ষা। ওরা বাসায় আসার পর ওদের টিচার আসে। এরপর ওরা মাদ্রাসায় চলে যায়। ওরা আমাদের চেয়ে বেশি বিজি।’
বর্ষার সিনেমা ছেড়ে দেওয়া প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘যেহেতু ওরা ইসলামিক লাইন ও জেনারেল লাইনে পড়াশোনা করে, ওর আম্মু সিনেমা করবে, এটা ওদের ভাল লাগবে না।
কারণ বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, আর আমিও হয়তো চাইবো না, বাচ্চারা ইসলামিক লেখাপড়া করবে আর আমি সিনেমা করবো ভালো দেখায় না; মনে হয় ছেড়ে দিবো।
তিনি আরও জানান, তার হাতে যে কয়েকটি কাজ রয়েছে, সেগুলো শেষ করার পরই তিনি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অনন্ত বলেন, “নেত্রী দ্য লিডার” সিনেমার প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে এবং এটি খুব শীঘ্রই মুক্তি পাবে।