মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে বিশেষ অভিযানে চারটি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ৭০৪ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ৯৪ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা।
বুধবার (১৪ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে শ্যানপাড়া তিন রাস্তার মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের নির্দেশনায় এবং বুড়িপোতা বিওপির কমান্ডার নায়েক মো. মাসুদ হাওলাদারের নেতৃত্বে এই অভিযানে অংশ নেয় টহল দলটি।
আটককৃতরা হলেন—মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. কালাম (৪৪) এবং একই এলাকার মৃত ঝন্টু মণ্ডলের ছেলে আরজ আলী (৭১)।
বিজিবি জানায়, অভিযানের সময় দুজন ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হচ্ছিলেন। সন্দেহভাজন মনে হলে তাদের থামতে বলা হয়, কিন্তু তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. কালামের কোমরে স্কচটেপে মোড়ানো চারটি স্বর্ণের বার পাওয়া যায়। এছাড়া তাদের কাছ থেকে একটি বাইসাইকেল ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ঘটনার পর নায়েক মো. মাসুদ হাওলাদার বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃতদের থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC