
রাইজিং কুমিল্লা অনলাইন
২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ আগামী বছর জুন মাসে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে মাঠে গড়াবে। এবারের আসরটি গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথমবার রেকর্ড ৪৮টি দল বিশ্ব মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করবে, যা নিঃসন্দেহে ফুটবলপ্রেমীদের জন্য নিয়ে আসবে আরও বেশি রোমাঞ্চ, তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং বিশ্বব্যাপী উন্মাদনার নতুন মাত্রা।
ফুটবল মহলের ধারণা, বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো উভয়েই এই আসন্ন বিশ্বকাপে তাদের দেশকে নেতৃত্ব দেবেন। এই পরিস্থিতিতে, ফুটবল ভক্তদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো: মেসি বনাম রোনালদো—কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি?
অর্থাৎ, মেসিরআর্জেন্টিনা নাকি রোনালদোর পর্তুগাল, কোন দলটির বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি?
আরও পড়ুন-
https://risingcumilla.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%b2%e0%a7%87/
এই প্রশ্নের উত্তর দিয়েছেন নেদারল্যান্ডসের কিংবদন্তি মিডফিল্ডার ওয়েসলি স্নেইডার, যিনি ২০১০ সালের বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন।
নিজের সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে পরিচিত এই তারকা রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো ইউরোপের শীর্ষ ক্লাবে খেলেছেন এবং ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগও জিতেছেন। ফুটবলের এই কিংবদন্তি মনে করেন, ২০২৬ বিশ্বকাপে মেসির আর্জেন্টিনার তুলনায় রোনালদোর পর্তুগালের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অনেক বেশি।
স্নেইডার তার বক্তব্যের পক্ষে জোরালো যুক্তিও দিয়েছেন। তিনি ব্যাখ্যা করে বলেন, “পর্তুগালের দলটি খুব শক্তিশালী। আমার দৃষ্টিতে তারা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। সেই কারণেই আমি বলব, লিওনেল মেসির (আর্জেন্টিনা) তুলনায় ক্রিশ্চিয়ানো রোনালদোর (পর্তুগাল) বিশ্বকাপ জয়ের সুযোগ বেশি।”
আরও পড়ুন-
https://risingcumilla.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af/
এছাড়াও, কাতার বিশ্বকাপ জয় প্রসঙ্গে স্নেইডার দাবি করেন, ভাগ্য আর্জেন্টিনার সহায় হয়েছিল। তিনি বলেন, “কাতারে আর্জেন্টিনা দারুণ বিশ্বকাপ খেলেছে। তবে তারা একটু ভাগ্যবানও ছিল। সব মিলিয়ে, আমার কাছে পর্তুগালকেই একটি ভালো দল বলে মনে হয়।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC