ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

মেসির জার্সি নিলামে, দাম ছাড়িয়ে যেতে পারে এক কোটি ডলার

Lionel Messi
ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ৬টি জার্সি নিলামে তোলা হবে। বিশ্বের অন্যতম বড় চিত্রকলা, অলংকার ও সংগ্রহে রাখার মতো অন্যান্য জিনিসের ব্রোকার হাউস সোথেবি সোমবার (২০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন’র।

সিএনএনসহ আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায়, মেসির এই জার্সিগুলো তিনি গত ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরব, মেক্সিকো এবং দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া এরপর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জার্সিগুলো পরেছিলেন মেসি।

আর্জেন্টিনা এই বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। মেসি এই বিশ্বকাপে দুর্দান্ত খেলে গোল্ডেন বল জিতেছিলেন। পঞ্চমবারে এসে অর্থাৎ সর্বশেষবার জিতিয়েছেন আর্জেন্টিনাকে।

সোথেবি জানিয়েছে, মেসির এই জার্সিগুলোর দাম এক কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। যদি এই দাম ছুঁয়ে যায়, তাহলে খেলাধুলার স্মারক নিলামের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়বে মেসির জার্সিগুলো।

নিলাম থেকে পাওয়া অর্থের একটি অংশ দেওয়া হবে ইউনিকাসের একটি প্রজেক্টে। এই প্রকল্পের মাধ্যমে বার্সেলোনার শিশু হাসপাতালের সঙ্গে শিশুদের দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় যৌথভাবে কাজ করা হবে।

নিলাম আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।