৬১ বছর বয়সে স্নাতক পড়া শুরু করেন শাম্মি কাপুরপুত্র আদিত্য রাজ কাপুর। এর ছয় বছর পর দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করলেন ৬৭ বছর বয়সী এই অভিনেতা।
নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে খবরটি নিজেই জানিয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, দর্শন বিষয়ে অনার্স পাসের সার্টিফিকেট।
তিনি বলেন, এক সপ্তাহ আগে ৫৯ দশমিক ৬৭ শতাংশ নাম্বার পেয়ে অনার্স পাস করেছি। অর্থাৎ দর্শন বিষয়ে অনার্সে সেকেন্ড ক্লাস পেয়েছি আমি।
তিনি আরও বলেন,আমার পড়াশোনা করার সবরকম সুযোগ-সুবিধা ছিল। কিন্তু সেই সুযোগের সঠিক ব্যবহার করিনি আমি। বহু বছর পর নিজের ভুল বুঝতে পারি। আমার অন্তরে শিক্ষার প্রয়োজনীয়তার অভাব উপলদ্ধি করি। তারপরেই দর্শন নিয়ে পড়াশোনা শুরু করি।
এই মিশনের পেছনে বড় ভূমিকা পালন করেছে আমার মেয়ে তুলসী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য মেয়েই তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC