ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর আবারও আলোচনায় এসেছেন সম্পূর্ণ নতুন একটি সাজে। ব্যক্তিগত জীবন ও বিশেষ মুহূর্তের খবর শাবনূর মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
এবার, নিজের মেয়ের জন্মদিন উপলক্ষে একেবারেই ভিন্ন এক রূপে হাজির হয়ে অভিনেত্রী শাবনূর মুগ্ধ করেছেন অনুরাগীদের।
সম্প্রতি মেয়ের ১৪তম জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ছবিগুলোতে তাকে দেখা গেছে জাপানের ঐতিহ্যবাহী পোশাক ‘কিমোনো’ পরিহিত অবস্থায়। রঙিন ও ব্যতিক্রমী এই পোশাকে অভিনেত্রীকে দেখে অনেকেই কমেন্ট বক্সে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। নেটিজেনদের মন্তব্য ও ভালোবাসায় ভরে উঠেছে তার পোস্টের নিচের কমেন্ট বক্স।
অভিনেত্রী শাবনূরের এই পোস্টের নিচে অনেকেই শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘শুভ জন্মদিন। আল্লাহ তাআলা আপনার রাজকন্যাকে নেক হায়াত দান করুক, আমিন।’ আরেকজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘আপনার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC