২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল আজ (১১ ফেব্রুয়ারি) রোববার দুপুর আড়াইটার দিকে প্রকাশ করা হয়েছে। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এ ফল ঘোষণা করেন।
জানা গেছে, এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় ৯২.৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন তানজিম মুনতাকা। ১৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেন ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী। পাশ করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭.৮৩ শতাংশ।
গত বছর পাসের হার যা ছিল ৪৮.৫৯ শতাংশ। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৫৩৮০টি আর ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬২৯৫টি।
পরীক্ষার ফল যেভাবে দেখবেন-
শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের https://result.dghs.gov.bd/mbbs/ মাধ্যমে ফলাফল জানতে পারবে।