আগামী ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার, ঢাকার প্রথম মেট্রো রেল লাইন-৬ এর আওতায় থাকা ১৪টি স্টেশনে মোট ৩১টি খুচরা দোকান (রিটেইল শপ) ভাড়ার জন্য জমা পড়া দরপত্র উন্মুক্ত করা হবে।
মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিস্তৃত এই পথের ১৪টি স্টেশনে (আগারগাঁও এবং কারওয়ান বাজার স্টেশন বাদ দিয়ে) এসব দোকান ভাড়া দেওয়া হবে। দরপত্র উন্মুক্তকরণের কাজটি ওইদিন বিকেল ৩টা ৩০ মিনিটে ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে সম্পন্ন হবে।
দরপত্র উন্মুক্তকরণ অনুষ্ঠানে আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মনোনীত প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন। ডিএমটিসিএল এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC