রাজধানী ঢাকার জনবহুল নগরীতে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলে চলাচলের ভাড়ায় মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সিদ্ধান্ত কার্যকর থাকবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
সোমবার (৬ জানুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সীর সই করা একটি বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এটি সময় ও কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। এই সেবাকে আরো জনপ্রিয় ও সাশ্রয়ী করার উদ্দেশ্যে যাত্রীসেবায় ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের আদেশে বলা হয়েছে, "দ্রুতগামী, নিরাপদ, সময় সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা মেট্রোরেল সেবার ওপর আরোপণীয় মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হলো।"
এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা আশা করছেন, এই উদ্যোগের ফলে মেট্রোরেলে যাতায়াত খরচ কমবে এবং এটি শহরের আরও বেশি মানুষের কাছে আকর্ষণীয় হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC