
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে রাজধানীর মেট্রোরেলের একটি ব্রিজ ভেঙে পড়েছে। ভিডিওটি দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং কেউ কেউ সেটিকে বাস্তব ঘটনা বলে ধরে নেন।
ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে
তবে রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে। এতে দেখানো দৃশ্য বাস্তব নয়, বরং পুরোনো একটি ছবিকে সম্পাদনা করে ভিডিও আকারে উপস্থাপন করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চে পাওয়া যায়, ভিডিওটির দৃশ্য আসলে মহাখালী ফ্লাইওভারের একটি পুরনো ছবি, যা ২০১৩ সালের ২৮ মার্চ “Beautiful Bangladesh from Inside and Outside” নামের একটি ব্লগে প্রকাশিত হয়েছিল।
ওই ছবিটিকেই এআই টুল ব্যবহার করে ভিডিওতে রূপান্তর করে “মেট্রোরেলের ব্রিজ ভেঙে গেছে”—এই মিথ্যা দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়।
রাইজিং ফ্যাক্টসের মতে, সাম্প্রতিক সময়ে এআই-চালিত ভুয়া ভিডিও ও ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে, যা সাধারণ মানুষের মধ্যে অযথা বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করছে। তারা সবাইকে আহ্বান জানিয়েছেন যেকোনো দৃশ্যমান তথ্য বা ভিডিও শেয়ার করার আগে তার উৎস ও সত্যতা যাচাই করতে।
ভিডিওতে প্রচারিত দাবি অসত্য, বিভ্রান্তিকর এবং মনগড়া। মেট্রোরেলের কোনো ব্রিজ ভাঙার ঘটনা ঘটেনি। ভিডিওটি পুরোনো একটি ছবির ওপর ভিত্তি করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC