গত ২৬ মার্চ উত্তর প্রদেশের বারাণসীর এক হোটল রুম থেকে ভারতের ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ছবির শুটিংয়ে বারানসি ছিলেন আকাঙ্ক্ষা। এদিকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে আকাঙ্ক্ষার প্রেমিক সমর সিং ও সমরের ভাই সঞ্জয় সিংকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। তবে এবার তদন্তে নতুন মোড়!
জানা গেছে, প্রয়াত অভিনেত্রীর অন্তর্বাস থেকে মিলেছে স্পার্ম (শুক্রাণু)।
এর আগে, মৃত্যুর পরই আকাঙ্ক্ষার মা তার প্রেমিকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছিলেন। মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সমর, অভিযোগ তার মায়ের। সময় ও সঞ্জয় দুই ভাই মিলে তাকে মারধর করত, এমনকি মেরে ফেলার হুমকি পর্যন্ত দিত বলে জানিয়েছেন আকাঙ্ক্ষার মা।
পুলিশ সূত্রে খবর, আকাঙ্ক্ষার আন্ডারওয়্যার থেকে স্পার্ম মিলেছে। যে স্পার্মের সঙ্গে অভিযুক্ত সমর সিং, সঞ্জয় সিং, সন্দীপ সিং ও অরুণ পাণ্ডের ডিএনএ মিলিয়ে দেখা হবে। নমুনা সংগ্রহ করে তা ইতোমধ্যে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আকাঙ্ক্ষার মৃত্যুর পরই ডিসিপি অমিত কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, আকাঙ্ক্ষার পোশাক এবং তার ভ্যাজাইনাল ও অ্যানাল সোয়্যাব সংগ্রহ করে তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, আকাঙ্ক্ষার পোশাক থেকে স্পার্ম মিলেছে।
আকাঙ্ক্ষার পরিবারের আইনজীবী শশাঙ্ক শেখর ত্রিপাঠির অভিযোগ তদন্তকারীরা তাদের সঙ্গে সহযোগিতা করছেন না। পুলিশের ‘গতিবিধি সন্দেহজনক’ বলেও অভিযোগ তার। এখনও পর্যন্ত আকাঙ্ক্ষার মায়ের বয়ান পর্যন্ত রেকর্ড করেনি পুলিশ বলে অভিযোগ আইনজীবীর।
আকাঙ্ক্ষার দেহের ময়নাতদন্তের রিপোর্টেও রয়েছে রহস্যের হদিশ। প্রয়াত নায়িকার পেটে মিলেছে বাদামী রঙের অজানা তরলের উপস্থিতি, এছাড়াও তার কব্জিতে মিলেছে আঘাতের চিহ্ন। শরীরে অ্যলকোহলের চিহ্নও পাওয়া যায়নি। মৃত্যুর কয়েকঘণ্টা আগে সন্দীপ সিংয়ের সঙ্গে হোটেলের রুমে প্রবেশ করেন আকাঙ্ক্ষা। মিনিট ১৫ পরে সন্দীপ বেরিয়ে যান। এরপর আর জীবিত অবস্থায় কেউ দেখেনি আকাঙ্ক্ষাকে।
খুব অল্প বয়সেই ক্যারিয়ারের সাফল্যের মুখ দেখেছিলেন আকাঙ্ক্ষা। সাফল্যর এতো কাছাকাছি যেয়ে কেন হঠাৎ করে আত্মহত্যা করবেন আকাঙ্ক্ষা?
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC