হঠাৎ করে কোন একদিন মৃত্যুর ফেরেশতা
চলে আসবে বিদ্যুৎগতিতে, হয়তো তাকে দেখতে পাবে
একদম চোখের সামনে!
চোখের পলক ফেলার আগেই-রুহ যাবে আল্লাহর জিম্মায়।
তখনি যতই আফসোস করো-সুযোগ মিলবে না
নেক আমলের দ্বারা ভালো ফল হয় যদি ভাগ্যে
প্রভুর রহমত না পেলে-কি আর করবে?
মৃত্যুর পর- দুনিয়াতে আসার আর সুযোগ নেই।
কবর, হাশর, মিজান, পুলসিরাত সকল ধাপে-
যদি পিছিয়ে থাকতে হয় তোমাকে,
চিন্তা করো-কি করেছিলে এতদিন দুনিয়াতে থেকে।
আরাম আয়েশে মেতেছিলে-করেছ কত কাজকর্ম
এখন তুমি যথেষ্ট আমল দেখতে নিজের জন্য।
এসেছিল কত যে বুজুর্গ জ্ঞানীগুনী সঠিক পথে চলতে,
কোনদিনও চাওনি তুমি একটুখানি মানতে।
তুমি এখন শুয়ে শুয়ে ভাবছ দুনিয়াতে যেতে,
সুযোগ যে নাই অনন্তকাল হবে এখানে থাকতে।
আজিম উল্যাহ হানিফ
মাস্টার্স- ইসলামের ইতিহাসও সংস্কৃতি বিভাগে-কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
এলএলবি-কুমিল্লা আইন কলেজ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC