মুস্তাফিজুর রহমান নিজের ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। গতকাল শনিবার (২৫ মে) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৪ ওভারে মোটে ১০ রানে তিনি ৬ উইকেট শিকার করেন।
এছাড়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে ৩ ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজ সেরাও পেয়েছেন এই বাঁ-হাতি পেসার।
যার প্রতিক্রিয়ায় মুস্তাফিজ জানান, ‘যেভাবে বল করেছি, তাতে আমি সন্তুষ্ট। ম্যাচে আমি অনেক বৈচিত্র্য ব্যবহার করার চেষ্টা করেছি। ভালো লাগছে যে সেটা কাজে দিয়েছে।’
এদিকে ম্যাচ শেষের পরবর্তী সংবাদ সম্মেলনে তানজিদ হাসান তামিম মুস্তাফিজকে নিয়ে বলেন, তিনি (মুস্তাফিজ) বিশ্বমানের বোলার। আইপিএলে খেলে থাকেন এবং খেলেন অন্য ফ্র্যাঞ্চাইজি লিগেও। ফলে তিনি অনেক অভিজ্ঞ ক্রিকেটার। দারুণ খুশি তার এমন পারফরম্যান্সের জন্য। ম্যাচসেরা এবং সিরিজসেরা হলেন, আসলে উনি টপক্লাস বোলার।
হিউস্টনের পিচের সঙ্গে খাপ খাইয়ে বোলিং করা মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে তামিম আরও বলেন, ‘তিনি অনেক ভালো বল করেছেন। ভালোভাবে পড়তে পেরেছেন উইকেট। আমরা সবাই জানি যে তিনি কাটার মাস্টার। তার কাটার এখানকার উইকেটে কাজে লাগাতে পেরেছেন। আমরা তাদের (যুক্তরাষ্ট্রের) প্লেয়ারদের ভিডিও দেখেছি, যেহেতু আগে খেলিনি। দারুণ সিরিজ ছিল। তারা ভালো খেলেছে। এখানের কন্ডিশন তারা ভালো জানে–বোঝে। অনেক ভালো খেলেছে তারা।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC