অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য সম্প্রতি তার ইসলাম ধর্মের অনুসারী স্বামী শাহনওয়াজ শেখ ও শিশুপুত্রের সঙ্গে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, 'ছোট পরিবার, সুখী পরিবার'। এই ছবি শেয়ার করার পর থেকেই তাকে এবং তার সন্তানকে নিয়ে নানা ধরনের কটু মন্তব্য করা শুরু হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেবলীনা এক মুসলিমকে বিয়ে করায় এর আগেও অনেক কটাক্ষের শিকার হয়েছিলেন। তবে এবার তার শিশুপুত্রকেও আক্রমণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার সন্তানের গায়ের রঙ নিয়ে প্রশ্ন তোলেন এবং কেউ কেউ তো তাকে 'খুদে জঙ্গি' বলেও মন্তব্য করেন।
তবে অভিনেত্রী দেবলীনা এসব মন্তব্যের জবাব দিয়েছেন। তিনি নিন্দুকদের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, "আপনারা কী ভেবেছিলেন সন্তান কার মতো হবে? আপনাদের দেখতে কি প্রতিবেশীদের মতো?"
তিনি আরও বলেন, "আমার সন্তানকে নিয়ে কোনো কটু কথা বললে ছেড়ে কথা বলব না!"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC