আসন্ন পবিত্র ঈদুল ফিতরে আসছে রোমান্টিক রহস্যের নাটক ‘তোমাতে হারাই’। মুশফিক আর ফারহান ও আইশা খান অভিনীত এই নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। গল্প লিখেছেন পাপ্পু রাজ।
নাটকের গল্প শুরু হয় শোয়েব (মুশফিক আর ফারহান) নামের এক যুবকের সাথে। একদিন রাস্তায় গাড়িতে যাওয়ার সময় তার গায়ে ফুল এসে পড়ে। উপরে তাকিয়ে সে দেখতে পায় এক সুন্দরী মেয়ে (আইশা খান) তাকে ফুল ছুঁড়ে মেরেছে। এর কিছুদিন পর আবার রাস্তায় জ্যামে আটকে থাকা অবস্থায় সেই মেয়েটি শোয়েবকে ফ্লাইং কিস ছুঁড়ে দেয়।
এই ঘটনাগুলো শোয়েবকে হতবাক করে তোলে। সে বুঝতে পারে না, এই অচেনা মেয়েটি তার প্রতি এমন আচরণ করছে কেন? সে কি তাকে ভালোবাসে? নাকি তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে?
‘তোমাতে হারাই’ নাটকটি এই রহস্যের জবাব দেবে। নির্মাতা তৌফিকুল ইসলাম জানান, গল্পটি নিখাদ প্রেমের। তবে এতে শ্রেণীবৈষম্য ও পারিবারিক বন্ধনের বিষয়ও জড়িত আছে। ঈদ উৎসবে দর্শকদের জন্য এটি হতে পারে দারুণ একটি গল্প।
এ বিষয়ে প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘তোমাতে হারাই’ নাটকটি আসছে ঈদে উন্মুক্ত হচ্ছে সিমএমভি’র ইউটিউব চ্যানেলে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC