এপ্রিল ১৩, ২০২৫

রবিবার ১৩ এপ্রিল, ২০২৫

মুরাদনগরে সরকারি পুকুরে অনুমতি ছাড়া মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে সরকারি পুকুরে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
মুরাদনগরে সরকারি পুকুরে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা/ছবি: সংগৃহীত

মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নে সরকারি পুকুর থেকে অনুমতি ছাড়া মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ তারিখে উপজেলার প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি ধরা পড়েন।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী, তাকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এই মোবাইল কোর্ট পরিচালনা করেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খাঁন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।