
মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নে সরকারি পুকুর থেকে অনুমতি ছাড়া মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ তারিখে উপজেলার প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি ধরা পড়েন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী, তাকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এই মোবাইল কোর্ট পরিচালনা করেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খাঁন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।