যানজট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে কুমিল্লার মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) বিকেলে মুরাদনগর বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় তিনটি পৃথক মামলায় মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, ফুটপাত দখল করে ফলের দোকান বসানোর কারণে বাজারে যানজট সৃষ্টি হচ্ছে। এ অপরাধে এক ফলের দোকানিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১০৮ ধারা অনুযায়ী ২,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া, বাজারের অন্য দোকানগুলোতে দ্রব্যমূল্যের তালিকা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়। মূল্য তালিকা না থাকার অপরাধে এক দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী ১,০০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টের অভিযানে একটি মিষ্টির দোকানে মানব দেহের জন্য ক্ষতিকর রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই অপরাধে মিষ্টির দোকানদারকে একই আইনের ৩৮ ধারা অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে মুরাদনগর থানা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
এ বিষয়ে ইউএনও মো. আব্দুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC