
কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমির মাটি অবৈধভাবে উত্তোলন রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে দুটি ড্রেজার মেশিন ও প্রায় ২,৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। এছাড়া একটি এক্সক্যাভেটরও আটক করা হয়েছে।
অভিযানটি মুরাদনগরের আকুবপুর ইউনিয়নের পীরকাশিমপুর ও চাপিতলা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় পরিচালিত হয়।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী দুইটি মামলায় মো. আরিফ ও মো. সাইদুর রহমান নামের দুইজনকে মোট ১,৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাদের তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানটি মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাসান খান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।