কুমিল্লার মুরাদনগরে এক নারীর উপর নির্যাতন ও ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতে সামাজিক প্রতিরোধ কমিটির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গত ১ জুলাই ২০২৫, ৬৭টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফর্ম ‘সামাজিক প্রতিরোধ কমিটি’র ১৫ সদস্যের প্রতিনিধি দলটি মুরাদনগরের ঘটনার পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করতে সেখানে যান।
এই দলে ছিলেন ব্লাস্ট, ব্র্যাক, একশন এইড বাংলাদেশ, কর্মজীবী নারী, উইক্যান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধিরা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে আজ ২ জুলাই, বুধবার বিকাল ৩:৩০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করে সামাজিক প্রতিরোধ কমিটি।
এই কর্মসূচির মাধ্যমে কুমিল্লার মুরাদনগরের ধর্ষণ ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি ও অন্যান্য প্রতিনিধিরা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, সমাজকল্যাণ উপপরিষদের সম্পাদক হুমায়রা খাতুন, নিজেরা করির সারাবান তহুরা, ঢাকা ওয়াইডব্লিউসিএ’র মৌসুমী কীর্তনীয়া, বাংলাদেশ নারী প্রগতি সংঘের সেলিনা পারভীন এবং মহিলা পরিষদের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং পরিচালক জনা গোস্বামী।
অনুষ্ঠানে সামাজিক প্রতিরোধ কমিটির বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, মহিলা পরিষদের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচিটি সঞ্চালনা করেন জনা গোস্বামী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC