মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুর বিলে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ২২ এপ্রিল ২০২৫ তারিখে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী একজনকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
অভিযানে অবৈধভাবে স্থাপন করা প্রায় ৩০০০ ফুট পাইপ এবং ২টি ড্রেজার অপসারণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC