
কুমিল্লার মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম মাহমুদের সঙ্গে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে কারাগারে দেখা করতে গেলে জেলগেটের সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাছির উদ্দীন নাছির বলেন, “গণঅভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক সংস্কৃতির যে প্রত্যাশা ছিল, তা মুরাদনগরে দেখা যাচ্ছে না। বরং সেখানে ছাত্রদল নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে, যা নিন্দনীয় ও ন্যক্কারজনক।”
তিনি অভিযোগ করেন, কুমিল্লার মুরাদনগরে ‘উপদেষ্টা’ আসিফ মাহমুদ একটি মাফিয়াতন্ত্র কায়েম করেছেন। “জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে সারাদেশে ফ্যাসিবাদের পতন হলেও মুরাদনগরে এখনো তা পুরোপুরি প্রতিফলিত হয়নি। বরং নবরূপে ফ্যাসিবাদ সেখানে ফের জেঁকে বসার আশঙ্কা স্পষ্ট হয়ে উঠেছে,” বলেন ছাত্রদলের এই শীর্ষ নেতা।
তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এই উপদেষ্টার ইন্ধনে একাধিক মিথ্যা মামলায় ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও কুমিল্লার নিম্ন আদালতে তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।
এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ কুমিল্লা জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতা নাজিম মাহমুদের মায়ের মৃত্যুর প্রসঙ্গ টেনে নাছির বলেন, “একটি মিথ্যা মামলায় নাজিম মাহমুদ জামিন পেলেও স্থানীয় আদালতের সিদ্ধান্তে আবারও তাকে কারাগারে পাঠানো হয়। এই খবর শোনার পর তার মা হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরবর্তীতে দীর্ঘ প্রশাসনিক জটিলতার পর প্যারোলে জামিনে মুক্তি পেয়ে নাজিম তার মায়ের জানাজায় অংশ নেন।”
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সোমবার বিকেল ৩টায় মুরাদনগরে গিয়ে নাজিমের মায়ের কবর জিয়ারত করেন এবং বিকেল ৪টায় নাজিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
এই সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ জেলা ও মহানগরের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।