
কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের মেটাংঘর বাজার এলাকায় সরকারি খাল দখল করে নির্মাণাধীন অবৈধ স্থাপনাগুলো আজ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ মে) দুপুরে উপজেলা প্রশাসন, পল্লী বিদ্যুৎ, স্থানীয় জনসাধারণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
মেটাংঘর ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচালিত এ অভিযানটি নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খাঁন।
সরকারি খাল দখল করে গড়ে ওঠা নির্মাণাধীন অবৈধ স্থাপনাসমূহ সরিয়ে নেওয়া হয় এবং দখলমুক্ত করা হয় খালটি। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।