গতকাল সোমবার (৭ জুলাই) কুমিল্লার মুরাদনগর উপজেলার এলখাল গ্রাম ও বাঙ্গরা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা প্রশাসন জানায়, এলখাল গ্রামে পরিচালিত অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি ড্রেজার মেশিন ও ১০০০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে।
এছাড়া বাঙ্গরা বাজারে পরিচালিত অভিযানে একটি মিষ্টির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্যাকেটের ওজনে কারচুপির কারণে ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে দোকান মালিককে সতর্ক করা হয়েছে।
অভিযানে দেখা যায়, ২ কেজি ধারণ ক্ষমতাসম্পন্ন একটি মিষ্টির প্যাকেটের ওজন প্রায় ৩০০ গ্রাম। যদি প্রতি কেজি মিষ্টির দাম ৩০০ টাকা হয়, তবে শুধু প্যাকেটের জন্যই ক্রেতাকে প্রায় ৯০ টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে।
এ বিষয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং ওজনে কারচুপি বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে ইউএনও জানিয়েছেন।
জনস্বার্থে মোবাইল কোর্টের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC