‘অ্যানিমেল’ ছবিতে স্বল্প উপস্থিতিতেই নজর কেড়েছেন তৃপ্তি দিমরি। এ ছবির মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। ক্যারিয়ারের সূবর্ণ সময় যাচ্ছে তার। বেড়েছে কাজের চাপ। নির্মাতাদের পছন্দের তালিকায় তিনি রয়েছেন ওপরের দিকে।
এবার অভিনেত্রী কিনলেন গোটা একটি বিলাসবহুল বাংলো। যার মূল্য ১৪ কোটি রুপি। খবর : বলিউড হ্যাঙ্গামা
মুম্বাইয়ের তারকাবহুল এলাকা বান্দ্রা। এখানে বলিউডের সব প্রভাবশালীদের বসবাস। সেই এলাকারই এখন বাসিন্দা তৃপ্তি। তিনি যেই এলাকায় বাংলোটি কিনেছেন এখানে আগে থেকেই বসবাস করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান, সালমান খান, রেখা, আলিয়া ও রণবীর কাপুরের মতো তারকারা।
তৃপ্তির নতুন ফ্ল্যাটে আছে আধুনিক সব সুযোগ-সুবিধা।
এর মোট আয়তনের মধ্যে রয়েছে ২,২২৬ বর্গফুট জমি এবং ২,১৯৪ বর্গফুটের বিল্টআপ এরিয়া, যার জন্য গত ৩ জুন চুক্তিবদ্ধ হয়েছেন তৃপ্তি।
উল্লেখ্য, বর্তমানে ভিকি কৌশল এবং অ্যামি ভির্ক অভিনীত ‘ব্যাড নিউজ’ ছবিতে লিড রোলে রয়েছেন তৃপ্তি। এ ছাড়া করণ জোহরের ধড়ক ২-তেও মুখ্য ভূমিকায় রয়েছেন তৃপ্তি। তৃপ্তির হাতে এখন একের পর এক প্রোজেক্ট।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC