মুন্সীগঞ্জ কারাগারে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সারোয়ার হোসেন নান্নুর মৃত্যু হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রোববার ভোরে তার মৃত্যু হয় বলে জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান।
এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বুকে ব্যাথার কারণে জেলখানা থেকে সারোয়ারকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৪টার দিকে তার মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান গণমাধ্যমকে জানান, ভোর ৪টার সামান্য আগে তাকে হাসপাতালে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে আসার ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ভর্তি রাখার সময়ই তাকে আর পাওয়া যায়নি।
নান্নুর বাড়ি শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই গ্রামে। তিনি প্রয়াত রাজ্জাক মোল্লার ছেলে। এছাড়া মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লবের ফুপাতো বোনের জামাই ছিলেন তিনি।
জেল সুপার মো. এনায়েতুল্লাহ আওয়ামী লীগ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি চলতি বছরের ৫ মে থেকে একটি হত্যা ও মারামারির মামলায় কারাবন্দি ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC