জয়পুরহাট জেলায় ‘মুজিব কোট’ পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রেজাউল করিম নামে এক আওয়ামী লীগ নেতা ওই মুজিব কোট পুড়িয়েছেন বলে জানা গেছে।
রোববার দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে দেওয়া ঘটনা ঘটে। এ সময় তিনি প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে দল থেকে পদত্যাগ করার ঘোষণা দেন।
রেজাউল করিম উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও মামুদপুর ইউনিয়নের ইউপি সদস্য। এরইমধ্যে তার ‘মুজিব কোট’ পোড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে রেজাউল করিম বলছেন, এই দলের নেতাকর্মীদের চাল-চলন আর ভাললাগে না। তাই মুজিব কোট পুড়িয়ে আমি এ দল থেকে পদত্যাগ করলাম।
তিনি আরও বলেন, ‘আমি মাঝে মধ্যে তাবলিগ করতাম, এখন থেকে নিয়মিত তাবলিগ করবো।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC