
ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত আসন্ন সিনেমা 'হক' মুক্তির আগেই বড়সড় আইনি জটিলতায় পড়েছে। আগামী ৭ নভেম্বর সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারিত থাকলেও, তা স্থগিত করার অনুরোধ জানিয়ে ইন্দোর হাইকোর্টে আবেদন করেছেন শাহ বানো বেগমের উত্তরাধিকারীরা।
হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, শাহ বানোর পরিবারের আইনজীবী, তৌসিফ ওয়ারসি, আদালতে জমা দেওয়া আবেদনে গুরুতর দাবি করেছেন। তার বক্তব্য অনুযায়ী, এই সিনেমাটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এবং এতে শরিয়াহ আইনকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
এছাড়াও, আইনজীবীর পক্ষ থেকে আর একটি গুরুত্বপূর্ণ অভিযোগ আনা হয়েছে। তা হলো, শাহ বানোর জীবন বা তার জীবনের সাথে জড়িত ঘটনাগুলো চলচ্চিত্রে তুলে ধরার জন্য নির্মাতারা পরিবারের কাছ থেকে কোনো প্রকার অনুমতি নেননি। এই বিষয়টিকেই তারা মানহানিকর বলে মনে করছেন।
এর আগেও শাহ বানোর পরিবার নির্মাতাদের কাছে একটি আইনি নোটিশ পাঠিয়ে একই দাবি জানিয়েছিল— তাদের অনুমতি ছাড়া শাহ বানোর ব্যক্তিজীবন পর্দায় তুলে ধরা মানহানিকর।
আইনজীবী তৌসিফ ওয়ারসি আরও বলেছেন, "এই সিনেমাটি দুই ঘণ্টারও বেশি দীর্ঘ এবং শাহ বানোর জীবনের কোন দিকগুলো কীভাবে দেখানো হয়েছে, তা আমরা জানি না। তাই মুক্তির আগে চলচ্চিত্রের মূল কাহিনি ও বিষয়বস্তু আমাদের সামনে তুলে ধরতে হবে।"
যদিও 'হক'-এর ট্রেলার প্রকাশের পর দর্শকরা সিনেমাটির বেশ প্রশংসা করেছিলেন, তবে মুক্তির আগেই এটি বিতর্কে জড়িয়ে পড়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। জানা গেছে, আদালত শিগগিরই এই আবেদনের বিষয়ে শুনানি গ্রহণ করবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC