
মীরসরাইয়ে দিন-দুপুরে প্রাইভেটকারে করে গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এই চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরের দল একটি সাদা রঙের প্রাইভেটকারে করে জনসম্মুখেই এক কৃষকের মূল্যবান গাভী চুরি করে দ্রুত পালিয়ে যায়।
জানা যায়, গতকাল দুপুর আনুমানিক ১টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় কৃষক মৃদুল নন্দীর বাড়ির সামনে বাঁধা অবস্থায় ছিল লাল রঙের একটি গাভী। চোরেরা দ্রুত এসে গাভীটিকে একটি সাদা রঙের প্রাইভেটকারে তুলে নেয় এবং দ্রূতগতিতে সেখান থেকে চলে যায়। আশপাশের কেউ কিছু বুঝে ওঠার আগেই চোরের দল গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে সৌভাগ্যবশত গাভীর সঙ্গে থাকা বাছুরটি চুরির হাত থেকে রক্ষা পায়।
ভুক্তভোগী কৃষক মৃদুল নন্দী জানান, একজন স্কুলছাত্র প্রথমে তাকে এসে জানায় যে সে একজনকে একটি গরু প্রাইভেটকারে তুলতে দেখেছে। বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞেস করলে লোকটি গরুটি ক্রয় করেছে বলে জানায়। পরে স্কুলছাত্রের কাছ থেকে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন তার গরুটি নেই।
তিনি আরও বলেন, "গরুটি আমার একমাত্র জীবিকার অবলম্বন ছিল। প্রতিদিন এর দুধ বিক্রি করে আমি আমার সংসার চালাতাম। দিন-দুপুরে এমনভাবে গরু নিয়ে যাবে, ভাবতেই পারিনি।" কৃষক মৃদুল নন্দী জানান, চুরি হওয়া গাভীটির আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, "ঘটনার বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC