
বিনোদন ডেস্ক
তানজিয়া জামান মিথিলা, বাংলাদেশের শোবিজ অঙ্গনের এক পরিচিত ও প্রথম সারির নাম। বিশেষ করে মডেলিংয়ে নিজের ক্যারিয়ারকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করলেও, ২০১৯ সালে বলিউডের 'রোহিঙ্গা' সিনেমার মাধ্যমে অভিনয়ের জগতেও নাম লেখান তিনি। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও মিথিলা বেশ সক্রিয়; প্রায়ই তার খোলামেলা ছবি ভক্তদের মাঝে আলোচনা তৈরি করে।
মিথিলার ক্যারিয়ারে মডেলিংই মুখ্য ভূমিকা রেখেছে। তিনি দেশ-বিদেশের বহু সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ২০১৯ সালে তিনি 'ফেস অব বাংলাদেশ' এবং 'ফেস অব এশিয়া ২০১৯'-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। একই বছর 'মিস সুপারন্যাশনাল বাংলাদেশ ২০১৯'-এর মুকুট জিতলেও অনিবার্য কারণে তিনি মূল প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। এরপর, ২০২০ সালে তিনি 'মিস ইউনিভার্স বাংলাদেশ' নির্বাচিত হলেও সেবার সময় স্বল্পতা এবং করোনাকালীন প্রস্তুতির ঘাটতির কারণে মূল আসরে যোগ দিতে পারেননি।
শোবিজ অঙ্গনের বাইরে ব্যক্তিজীবন নিয়েও মিথিলা একাধিকবার আলোচনায় এসেছেন। তার বিলাসী জীবনযাপন নিয়ে যেমন কৌতূহল ছিল, তেমনি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে তার নাম জড়ানো এবং অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ নিয়ে অতীতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।
অতীতের সব আলোচনা-সমালোচনা ছাপিয়ে মিথিলা এখন নতুন করে আন্তর্জাতিক খবরের শিরোনামে। তিনি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। গত সেপ্টেম্বরে তিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর, গেল অক্টোবরের শেষে থাইল্যান্ডে মূল প্রতিযোগিতায় যোগ দেন।
বর্তমানে তিনি থাইল্যান্ডে ১২১টি দেশের সুন্দরীদের সঙ্গে গ্রুমিং ও প্রস্তুতি পর্বে অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ভোটিং পর্বে মিথিলা ৭৩ হাজার ভোট পেয়ে বিশ্বের পঞ্চম স্থানে উঠে এসেছেন, যা বাংলাদেশের জন্য একটি বিশাল অর্জন ও ইতিহাস সৃষ্টিকারী সাফল্য। তার এই অর্জনে উচ্ছ্বসিত হয়ে জয়া আহসান, শবনম বুবলী, রুনা খান, জান্নাতুল পিয়ার মতো বিনোদন অঙ্গনের তারকারাও ভক্তদের কাছে তার জন্য ভোট চেয়েছেন।
এই অর্জনের পর আবেগঘন এক পোস্টে মিথিলা তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, "আমি কাঁদছি... আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"
আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেটে মিস ইউনিভার্সের ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তবে, মিথিলার এই ভোটিং সাফল্য দেশের মিস ইউনিভার্স ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC