
বহুল আকাঙ্ক্ষিত 'মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল' প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২৫ খেতাব জয়ী মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।
গত ২৬ নভেম্বর বিকেলে তানজিয়া জামান মিথিলা ঢাকা ত্যাগ করে থাইল্যান্ডের পথে যাত্রা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক।
আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই থাইল্যান্ডে বসছে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের নিয়ে এই মর্যাদাপূর্ণ ‘মিস ইউনিভার্স প্রতিযোগিতা’।
মিস ইউনিভার্সের এবারের আসরে লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন তানজিয়া জামান মিথিলা। প্রতিযোগিতার নানা ধাপ পেরোনোর পর আগামী ডিসেম্বর মাসে জানা যাবে, কে হচ্ছেন এবারের 'মিস ইউনিভার্স'।
রবিবার বিকালে মিথিলাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। আবেগঘন এই মুহূর্তে তাদের হাতে দেখা গেছে বাংলাদেশের পতাকা, ফুল এবং মিথিলার ছবি সহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার, যা মিথিলাকে অনুপ্রেরণা জুগিয়েছে।
আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ৭৪তম মিস ইউনিভার্স চূড়ান্ত অনুষ্ঠান (গালা রাউন্ড)। চূড়ান্ত পর্বে যাওয়ার আগে প্রত্যেক দেশের প্রতিযোগীকে বিভিন্ন রাউন্ডে অংশ নিতে হবে। প্রতিটি রাউন্ডের পারফরম্যান্স ভালো হলেই একজন প্রতিযোগী চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC