দর্শক মনে যেন কৌতূহলের শেষ নেই অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে। তিনি ইনস্টাগ্রামে যাই পোস্ট করুন না কেন তা ভক্ত-অনুরাগীদের চোখ এড়ানো যায়না। আদরের পোষ্যরাও ঠিক ততটাই জনপ্রিয় যতটা মিমি জনপ্রিয়। মিমির তিনটি পোষ্য চিকু, ম্যাক্স আর জাদু। তাদের নানা ধরনের কর্মকাণ্ড মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকেন এ অভিনেত্রী।
এবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে এ নায়িকা জানালেন যে কী করলে তার বন্ধু হওয়া যাবে।
এ অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে লেখা আছে, “আমার বন্ধু হতে চাইলে নয় কুকুর হতে হবে, না হলে কুকুর থাকতে হবে।”
এই পোস্ট দেখে বোঝা যাচ্ছে র্শত মনে মিমির বন্ধু হতে হলে তাকে কুকুর হতে হবে অথবা কুকুর থাকতে হবে। কারণ তিনি কুকুর পোষতে ভালোবাসেন।
উল্লেখ্য, ইন্ডাস্ট্রির পার্টি বা যে কোনো অনুষ্ঠানে খুব কমই দেখা যায় এ নায়িকাকে। মা-বাবা আর তিন পোষ্যকে নিয়েই তার জীবন আবর্তিত। অনেক সময়ই প্রশ্নের সম্মুখীনও হতে হয় অভিনেত্রীকে যে তিনি বিয়ে কবে করছেন? আবার এমনও হয় অনেকে নায়িকার বন্ধু হতে চায়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC