শুক্রবার ২৯ আগস্ট, ২০২৫

মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে আবদুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Human chain formed at Abdur Razzak Khan Chowdhury High School to protest against the publication of false and fabricated news
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, আবদুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-মিরপুর সড়কে ঘন্টাব্যাপী আবদুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয় এর আয়োজনে স্কুল এর সামনে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রায় ১ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহন করেন।

মানববন্ধনে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল খায়ের এর নের্তৃত্বে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম, স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ সামসু উদ্দিন আহাম্মদ, সিনিয়র শিক্ষক মোহাম্মদ নজির আহাম্মদ, সিনিয়র শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ এনামুল হক, সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র শিক্ষক মো. নজরুল ইসলাম ভূইয়া, সিনিয়র শিক্ষক মো. রমিজ উদ্দিন সরকারসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও ছাত্রছাত্রীরা।

এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল খায়ের বলেন, এই জনপদের আলোকিত মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী এর বিরুদ্ধে একটি মিথ্যা ও বানোয়াট অভিযোগ হয়েছে। তার প্রতি ঈর্ষান্বিত হয়ে এই অভিযোগ করা হয়েছে। এই ঘৃণ্যতম কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরও পড়ুন