জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

মা হলেন দীপিকা পাড়ুকোন, ছেলে নাকি মেয়ে?

RisingCumilla.Com - Ranveer Singh and Deepika Padukone
ছবি: সংগৃহীত

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মা হলেন বলিউড দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। রোববার ভারতের দক্ষিণ মুম্বাইয়ে এইচ এন রিলায়েন্স হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা।

সন্তান এবং মা দুইজনেই ভালো আছেন বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে। যদিও সন্তানের জন্মের খবর এখনও নিজেরা প্রকাশ করেননি এই তারকা দম্পতি।

সন্তান জন্মের আগে শুক্রবার গণেশ চতুর্থী উপলক্ষে দীপিকা-রণবীরকে দেখা যায় সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করতে। তারপরের দিনই হাসপাতালে দেখা যায় রণবীর ও দীপিকাকে। প্রথমে জানা গিয়েছিল, আগামী ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে দীপিকার প্রথম সন্তান। কিন্তু তার আগেই সন্তান এল দীপিকার কোলে।

কিছুদিন আগেই মাতৃত্বকালীন ফোটোশুটে ধরা দেন দীপিকা। অভিনেত্রীর স্ফীতোদর প্রকাশ পায় সেই সব ছবিতে। দীর্ঘ অপেক্ষার পর মা হলেন দীপিকা।

চলতি বছর গোড়ার দিকে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। দীপিকার স্ফীতোদর প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল-কন্যা হবে না কি পুত্র!