বলিউড অভিনেতা অজয় দেবগনের বড় মেয়ের চরিত্রে ‘দৃশ্যম’ ছবিতে দেখা গেছে ঈশিতা দত্তকে। এবার নিজেই মা হলেন এ অভিনেত্রী। ২০১৭ সালের ২৮ নভেম্বর বৎসল শেঠের সঙ্গে বিয়ে হয়।
বুধবার (১৯ জুলাই) মুম্বাইয়ের হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিলেন তিনি। বিয়ের ছয় বছর পরে প্রথমবারের মতো বাবা-মা হলেন এই তারকা দম্পতি।চলতি বছর মার্চেই ঈশিতার সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। এপ্রিল মাসে সামাজিকমাধ্যমের নিজেই খবরটি শেয়ার করেন তিনি। মে মাসে আন্তর্জাতিক মা দিবসে ঈশিতার জন্য সাধ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। এবং সে-সব ছবি ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে শেয়ার করেছন।
তিনি প্রতিদিনে ছোটো ছোট ভ্লগের মাধ্যমে তুলে ধরেছেন তার নিত্যদিনের জীবনযাপনও। সম্প্রতি সদ্যোজাত শিশুর খাটের একটি ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC