‘মা’ শব্দটি অনেক ছোট কিন্তু এর বিস্তৃতি এতো বেশি যে তা বলে শেষ করা যাবে না। মায়ের সাথে মিশে থাকে হাজারো স্মৃতি ও ভালোবাসা। বাড়িতে এক মুহূর্ত মা না থাকা মানে বাড়িটা একদম প্রাণহীন নির্জীব হয়ে যাওয়া। প্রতিটা ‘মা’ বাড়ির জন্য আলো স্বরূপ। মা সন্তানদের স্নেহ, মমতা,ভালোবাসা দিয়ে আগলে রাখেন প্রতি মুহুর্তে। যে কোন পরিস্থিতিতে পরিবেশ শান্ত রাখতে পারে একমাত্র মাই। বাড়ি শক্ত রাখতে যেমন খুঁটি কাজ করে তেমনি প্রতিটি বাড়িতে সংসার টিকিয়ে রাখতে মায়ের ভূমিকা অনস্বীকার্য।
‘মা’ কথাটি শুনতে খুবই মধুর। পৃথিবীতে এর থেকে মিষ্টি শব্দ আছে কি না তা আমার জানা নেই। মা মানে হল হাজারো গোপন কথা রাখার ঝুড়ি। পৃথিবীর যত গোপন কথা, আনন্দের কথা, দুঃখের কথা আমরা মায়ের সাথে শেয়ার করি। যত সমস্যাই থাকুক না কেন মায়ের কাছে থাকে সহজ সমাধান।
সান্ত্বনার আরেক নাম মা। যে কোন কঠিন পরিস্থিতিতে মাই একমাত্র ভরসা। আমাদের হতাশা নিরাশায় আমরা কাউকে পাশে না পেলেও মা ঠিক পাশে থাকে,সান্ত্বনা দেয়। আমার সকল আবদার পূরণের জায়গা আমার মা। বাবা কোন কিছুর অনুমতি দিতে দ্বিধা করলে মায়ের মাধ্যমে সেটা অনুমিত হয়েছে বরাবরই। বাবা কোন কিছুতে কার্পন্য করলেও মা তা পুরোপুরি দিতো। আমার মায়ের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, তা অবশ্য কোন সন্তানের পক্ষেই সম্ভব নয়।
আমি আমার জীবনে এমন সহজ সরল কাউকে দেখিনি। যে কিনা আমাদের জন্য তার সুখ শান্তি সব কিছু উৎসর্গ করে দিয়েছে। আমাদের সুখের জন্য তার সুখ হারাম করে দিয়েছে। মানুষটা অসুস্থ থাকলেও আমাদের কথা চিন্তা করে। আমরা কী খাব, কী পড়ব তা ঠিক আছে কিনা। মা হল এমন একজন যিনি সবার জায়াগা নিতে পারেন কিন্তু মায়ের জায়গা কেউ নিতে পারে না। বাবা তার সন্তানদের ভালোবাসে, স্নেহ করে ঠিক আছে কিন্তু মা তার সন্তাদের কাছে গিয়ে ব্যথা, কষ্ট বোঝার চেষ্টা করে।
মা মানেই বন্ধু,চিরকালের বন্ধু এবং সর্বশ্রেষ্ঠ বন্ধু। আমি আমার মায়ের মত এত অন্ধ সার্পোটার কখনো দেখি নি। আমি যা করি মায়ের পূর্ণ বিশ্বাস আমার উপর থাকে। হয়ত সবার মা ই এমন। জীবনে বড় হয়ে মায়ের সকল ছোট বড় ইচ্ছে পূরনের ভার হাতে নিতে হবে। মা আমাদের যেমন আদর যত্ন করে তাকে যেন ওইটার দ্বিগুন করে ফেরত দিতে পারি।
পৃথিবীর সকল মা ভালো থাকুক এবং ভালো রাখুক তার সন্তানদের। পৃথিবীতে মায়ের চেয়ে আপন কেউ হতে পারে না। অসময়ে মা কখনো তার সন্তানকে ছেড়ে যায় না। প্রতিটি ধর্মেও মায়ের স্থান সবার উপরে রাখা হয়েছে। যেমন ইসলাম ধর্মে বলা হয়েছে, “মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত”। তাই মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। মাকে অসন্তুষ্ট করা মানে সৃষ্টিকর্তাকে অসন্তুষ্ট করা। মায়ের স্থান পৃথিবীর সবকিছুর উর্ধ্বে।
লেখক: শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC