মাস শেষ হওয়ার আগেই বেতনের টাকা শেষ হয়ে যাওয়া, নিয়মিত আয় থাকার পরও আর্থিক অবস্থার উন্নতি না হওয়া—এই সমস্যাটি অনেকেরই জীবনে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে মজার মিম শেয়ার করা হলেও, এর পেছনে গভীরতর কারণ লুকিয়ে থাকে।
কেন টাকা সঞ্চয় হয় না?
এর মূল কারণ হলো সঠিক পরিকল্পনার অভাব, বদভ্যাস এবং অযথা খরচ। আমরা প্রায়ই আমাদের আয়ের হিসাব না করে খরচ করে ফেলি, ফলে মাস শেষ হওয়ার আগেই টাকা ফুরিয়ে যায়।
কোন অভ্যাসগুলো আপনাকে গরিব করে তুলছে?
ধূমপান: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান প্রত্যক্ষ বা পরোক্ষ ক্যানসারের কারণ। শুধু এমনটাই নয়, এই অভ্যাসের কারণে নিজের অজান্তেই কমছে আপনার সম্পদ। ধরুন, সিগারেটের পেছনে আপনার দৈনিক ব্যয় ১০০ টাকা। এই টাকা দৈনিক হিসাবে আপনার কাছে কম মনে হলেও মাস কিংবা বছরের হিসাব করে দেখুন একবার। মাসে অন্তত ৩ হাজার টাকা, বছরে ৩৬ হাজার টাকা খরচ হচ্ছে শুধু সিগারেটের পেছনে!
ব্র্যান্ডের পণ্যের হাতছানি: কোনো ব্র্যান্ড নতুন কোনো পণ্য বাজারে আনলে ‘সেটা আমার লাগবেই’—এমন মনোভাব থেকে বেরিয়ে আসুন। আগে দেখুন পণ্যটি আপনার আসলেই প্রয়োজন কি না।
রেস্তোরাঁয় খাওয়া: মাসে ১০ দিন বাইরে তথা রেস্তোরাঁয় খাবার খান— অনেকেই আছেন এমন। মুখরোচক হওয়ায় খাবারগুলো স্বাস্থ্যকর কি না, তা–ও যাচাই করেন না। সাধারণত রেস্টুরেন্টের খাবারের দাম হয় কয়েক গুণ।
বোতলজাত পানি পান: বিশুদ্ধতার অজুহাতে অনেকেই বাসার বাইরে গেলে বোতলজাত পানি কিনে খান। আপনি কিন্তু চাইলেই বাসা থেকে পুনর্ব্যবহারযোগ্য বোতলে পানি নিয়ে বের হতে পারেন।
দামি কফি: শো অফ করে বা অভ্যাস বশে প্রায়ই রেস্টুরেন্টে দামি কফি খাওয়ার অভ্যাস আছে কারও কারও।
হুটহাট কেনাকাটা: আমাদের অনেকেরই ‘উইন্ডো শপিং’, ‘ইমপালসিভ শপিং’–এর বদভ্যাস আছে। একটা জিনিস দেখে ভালো লাগল, না কিনলে মনটা খচখচ করছিল—তাই চট করে কিনে ফেললেন।
ধার করা: একবার টাকা ধার করে খরচ করা শুরু করলেন তো ধারের দুষ্টচক্রের ফাঁদে পা দিলেন।
ডেবিট বা ক্রেডিট কার্ডে পে করা: অনেকেই কার্ডে বিল পে করার অভ্যাসে মনের অজান্তে অনেক টাকা খরচ করে ফেলেন।
‘ডিপিএস’ অ্যাকাউন্ট না থাকা: আপনার ব্যাংকের যে অ্যাকাউন্টে বেতনের অর্থ জমা হয়, সেখানে একটা ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) অ্যাকাউন্ট খুলুন।
এই অভ্যাসগুলো ছেড়ে দিয়ে আপনি কীভাবে সঞ্চয় করতে পারেন?
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC