মালয়েশিয়ায় বর্তমানে ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি কর্মী বৈধ ওয়ার্ক পারমিট (পিএলকেএস) নিয়ে কাজ করছেন। এটি দেশটির মোট বিদেশি কর্মশক্তির ৩৭ শতাংশ, যা অন্য যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ। এর মধ্য দিয়ে বিদেশি শ্রমশক্তি সরবরাহকারী দেশগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের নাম।
সোমবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদে এক লিখিত বিবরণে এই তথ্য প্রকাশ করে। সংসদ সদস্য হাসান করিমের এক প্রশ্নের জবাবে এই পরিসংখ্যান তুলে ধরা হয়। তিনি জানতে চেয়েছিলেন—২০২২ ও ২০২৩ সালে কতজন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় এসেছেন, তাদের মধ্যে কতজন বৈধ বা অবৈধ এবং কতজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
সংবাদমাধ্যম দ্য স্টার-এর প্রতিবেদন অনুসারে, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে করোনা মহামারির কারণে সীমান্ত বন্ধ থাকার পর ২০২২ সালে তা পুনরায় খুলে দেওয়া হয়। ওই বছর ৪৯ হাজার ৩৫৩ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেন। এরপর ২০২৩ সালে সরকার প্রবাসী কর্মী নিয়োগ সহজ করতে ফরেন ওয়ার্কার রিক্রুটমেন্ট রিল্যাক্সেশন পরিকল্পনা চালু করে। এই কর্মসূচির আওতায় আরও ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন বাংলাদেশি কর্মী দেশটিতে পাড়ি জমান।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে ২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন অস্থায়ী ওয়ার্ক পারমিটধারী কর্মীকে তাদের নিয়োগকর্তারা দেশে ফেরত পাঠিয়েছেন। এই তথ্য থেকে বোঝা যায়, বিপুল সংখ্যক কর্মী প্রবেশ করলেও একটি নির্দিষ্ট সংখ্যক কর্মীকে নানা কারণে ফেরত পাঠানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC