মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৪২৫ অভিবাসীকে আটক করেছেন দেশটির অভিবাসন বিভাগের কর্মকর্তারা। যাদের বয়স ৮ থেকে ৫৪ বছরের মধ্যে। অবৈধভাবে অবস্থান ও রেসিডেন্ট পারমিটের অপব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয়।
শুক্রবার (৫ আগস্ট) রাত একটায় কুয়ালালামপুরের চেরাসের তামান কনটের এলাকার তিনটি পৃথক ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাংলাদেশিরা ছাড়াও অন্যান্য দেশের আরও ১৭৩ জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।
কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন জানান, “অভিযানে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের তিনটি ব্লকে ৬০০ বিদেশি নাগরিককে লক্ষ্য করে অভিযান চালানো হয়। বৈধ ভ্রমণ নথি না থাকার জন্য ৪২৫ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৩৭১ জন পুরুষ, ৫৩ জন নারী এবং একজন শিশু রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৩০ জন ইন্দোনেশিয়ান, ২৫২ জন বাংলাদেশি, ১০৮ মায়ানমারের নাগরিক। আরও রয়েছেন ২ জন ফিলিপিনো, ৭ জন পাকিস্তানি, ৬ জন কম্বোডিয়ান এবং ২০ জন নেপালি।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC