মালদ্বীপে ভ্রমণকারী বাংলাদেশিদের বিশেষভাবে সতর্ক করেছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। রোববার (১৮ মে) হাইকমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালদ্বীপে বিড়ি, সিগারেটসহ যেকোনো প্রকার ধূমপান সংক্রান্ত দ্রব্যের ওপর কঠোর বিধি-নিষেধ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, মালদ্বীপে আগমনকালে কোনো বাংলাদেশি যেন বিড়ি, সিগারেট বা অন্য কোনো অবৈধ দ্রব্য সঙ্গে না আনেন। অন্যথায়, দেশটির আইন অনুযায়ী জেল অথবা বড় অঙ্কের জরিমানার সম্মুখীন হতে হবে।
হাইকমিশন এই বিষয়ে সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে। মালদ্বীপের আইনের প্রতি সম্মান দেখিয়ে চলার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC